আজ শনিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির। শনিবার তার মেডিকেল বোর্ডের সদস্যরা বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেন বলে জানা গেছে। এরপর তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়ার পরিকল্পনা রয়েছে চিকিৎসকদের।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খালেদা জিয়া গত ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এর ৬ দিন পরে ৩ মে তিনি শ্বাসকষ্ট অনুভব করলে সিসিইউতে স্থানান্তর করা হয়। পরে অবস্থার উন্নতি হলে এক মাস পর গত ৩ জুন চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়াকে কেবিন ফিরিয়ে আনা হয়।
পোস্ট কোবিড জটিলতায় খালেদা জিয়া পুরনো রোগ আর্থারাইটিস, ডায়াবেটিকের পাশাপাশি হৃদযন্ত্র ও কিডনি জটিলতায় ভুগছেন। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।
গত ২৭ এপ্রিল থেকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার টানা অসুস্থতায় তার দল ও শুভানুধ্যায়ীদের মধ্যে নানা শঙ্কা চলছিল। বার বার সুস্থ আর অসুস্থতায় দেশবাসী তার জন্য দোয়ার আয়োজন করে। অবশেষে তাকে হাসপাতাল থেকে বাসায় রেখে চিকিৎসা দেওয়ার এই সিদ্ধান্ত একটু হলেও দেশবাসীকে স্বস্তি দেবে বলে মনে করছে শুভানুধ্যায়ীরা।