বাংলাদেশ বার কাউন্সিলে ১৯ ডিসেম্বরের বাতিলকৃত এনরোলমেন্ট লিখিত পরীক্ষার ৫ টি কেন্দ্রের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত ৪ ঘন্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ ৭ ফেব্রুয়ারী বার কাউন্সিল সচিব মো: রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে এই পরীক্ষার জন্য নতুন কোন এডমিটকার্ড প্রদান করা হবে না, কোন ফি প্রদান করা লাগবে না। স্ব স্ব এডমিটকার্ড নিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার কেন্দ্র ও আসন বিন্যাস যথাসমযে বার কাউন্সিলের ওয়েবসাইটে( www.barcouncil.gov.bd) জানিয়ে দেয়া হবে। এছাড়া সংযুক্ত রোল নম্বরধারী প্রাথীর্গণ আগামী ১৫ ফেব্রুয়ারীর সকাল ১০ টা থেকে বিকাল ৪ টার মধ্যে ৪ কপি সত্যায়িত ছবি ( ছবির পিছনে নাম ও রোর নম্বর লিখে,সাদা কাগজের সাথে স্টাপলার করে এবং নিজ নিজ প্রবেশপত্রের ফটোকপি সাথে দিয়ে ) বার কাউন্সিলে জমা দিতে বলা হয়েছে।