খবরাখবর নিউজঃ প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর ভোট বর্জনের নির্বাচনে বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন ভিক্টোরিয়া পারভীন সাথী। নৌকা প্রতিক নিয়ে এক লাখ এক হাজার সাতশত তিরানব্বই ভোট পেয়ে প্রয়াত কাজলের স্ত্রী চেয়ারম্যান হলেন।
সহকারী রিটার্নিং অফিসার মেহেদি হাসান জানান, নৌকা প্রতীকের সাথীর প্রতিদ্ব›দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের শামছুর রহমান পেয়েছেন দুই হাজার ৩৩২ এবং আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ দিলু পাটোয়ারী পেয়েছেন এক হাজার ৭৭৫ ভোট।
আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারী ভোটের আগের রাতে পুলিশ সদস্যরা বিভিন্ন কেন্দ্রের ব্যালট কাটছে মর্মে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নির্বাচন বর্জন করেন।
অন্যদিকে, বিএনপি প্রার্থী শামছুর রহমান আজ ভোটের দিন সকাল নয়টার পরপরই নির্বাচন বয়কট করেন। তার অভিযোগ, কোনো কেন্দ্রে ভোটারদের ঢুকতে দেওয়া হচ্ছে না। সব কেন্দ্র দখল করে নিয়েছে সরকারি দলের সন্ত্রাসীরা।