খবরাখবর ডেস্কঃ বাঘারপাড়া উপজেলার উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন প্রয়াত উপজেলা চেয়ারম্যান কাজলের স্ত্রী ভিক্টোরিয়া পারভীন সাথী। তিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় প্রার্থীতা চূড়ান্ত করা হয় বলে জানা গেছে।
নির্বাচনে প্রার্থীতার জন্য বিভিন্ন পর্যায়ের ১১ নেতা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। যার মধ্যে থেকে সাথীকে প্রার্থী হিসেবে চুড়ান্ত করা হয়েছে।
গত ৭ সেপ্টেম্বর হবিগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নাজমুল ইসলাম কাজলের। ফলে এ পদটি শূন্য হয়। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ নভেম্বর। প্রত্যাহার ২৩ নভেম্বর,আর প্রতীক বরাদ্ধ ২৪ নভেম্বর।
নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১০ ডিসেম্বর।
২০১৯ সালের ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন নাজমুল ইসলাম কাজল।