৭ টি ইউনিয়নে নৌকার চেয়ারম্যান হলেন, জহুরপুরে নৌকার প্রার্থী আসাদুজ্জামান মিন্টু ৭ হাজার ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী মোটরসাইকেল প্রতীকের বদর উদ্দীন মোল্লা পেয়েছেন ৩ হাজার ১শ’ ভোট।
নারিকেলবাড়ীয়ায় নৌকার প্রার্থী বাবলু কুমার সাহা ৯ হাজার ৫শ’ ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী আনরস প্রতীকের আবু তাহের আবুল সরদার পেয়েছেন ১ হাজার ৭শ’ ২৩ ভোট।
ধলগ্রামে নৌকার প্রার্থী রবিউল ইসলাম ১১ হাজার ২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী আনরস প্রতীকের আতিয়ার রহমান সরদার পেয়েছেন ২শ’ ৭৭ ভোট। তবে নির্বাচনের দুই দিন আগে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতিয়ার রহমান সরদার নৌকার প্রার্থীকে সমার্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
দোহাকুলায় নৌকার প্রার্থী আবু মোতালেব তরফদার ১০ হাজার ৫শ’ ৯৩ ভোট পেয়ে পঞ্চম বারের মতো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের রহুল কুদ্দুস হাতপাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯’শ ১৭ ভোট।
দরাজহাটে ইউনিয়নে নৌকার প্রার্থী জাকির হোসেন ৪ হাজার ৯’শ ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী আনরস প্রতীকের মোহাম্মদ আলী পেয়েছেন ৩ হাজার ৫’শ ১৯ ভোট।
বাসুয়াড়িতে নৌকার প্রার্থী আমিনুর রহমান সরদার ৬ হাজার ২শ’ ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতিকের হাফিজুর রহমান পেয়েছেন ২ হাজার ৭শ’ ৮০ ভোট।
জামদিয়া ইউনিয়নে নৌকার প্রার্থী আরিফুল ইসলাম তিব্বত ৮ হাজার ৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের এফএম আসলাম হোসেন পেয়েছেন ৪ হাজার ৮শ’ ৬২ ভোট।
রায়পুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মঞ্জুর রশিদ স্বপন আনারস প্রতীক নিয়ে ৭ হাজার ৪শ’ ৩৬ ভোট পেয়ে ষষ্ঠবারের মতো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিল্লাল হোসেন নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ৬শ’ ৮৭ ভোট পেয়েছেন।
বন্দবিলায় ওয়াকার্স পার্টির পার্টির সবদুল হোসেন খান হাতুড়ি প্রতীকে ৬ হাজার ১শ’ ৭০ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মনিরুজ্জামান তপন ৩ হাজার ৯শ’ ৬৪ ভোট পেয়েছেন। এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সনজিত কুমার বিশ্বাস নৌকা প্রতীকে ৩ হাজার ৮শ’ ৫৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন।