1. admin@khoborakhobor.com : খবরাখবর :
বাঘারপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের করুণ মৃত্যু - খবরাখবর
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৬:২৮ অপরাহ্ন

বাঘারপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের করুণ মৃত্যু

  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের করুণ মৃত্যু
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের করুণ মৃত্যু

বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের জয়নগর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। আজ (বুধবার) বিকালে গরুর বিছালি কাঁটার জন্য বৈদ্যুতিক বিছালি কাঁটার মেশিন চালু করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়।

রুহুল আমিন (৪০) ও তৌহিদুল ইসলাম (৪২) নামে এই আপন দুই ভাইয়ের জয়নগর গ্রামের মৃত খেলাফত হোসেনের ছেলে। বিবরণে জানা যায় রুহুল আমিন গরুর বিছালি কাঁটার জন্য বৈদ্যুতিক বিছালি কাঁটার মেশিন চালু করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে। অপর ভাই তৌহিদুল ইসলাম মাঠের কৃষি জমির আইল কেটে বাড়ি ফিরে রুহুল আমিনকে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া দেখে বাঁচাতে এগিয়ে আসলে তৌহিদুল ইসলাম ও তার ভাইয়ের সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে।

তারপর বাড়ির ও আশাপশের অন্য লোকেরা বিষয়টি টের পেয়ে দুই ভাইকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

রুহুল আমিনের শরীরের বিভিন্ন জায়গায় পুড়ে ঝলসে গেছে। রুহুল আমিন পেশায় একজন কৃষক এবং অপর ভাই তৌহিদুল ইসলাম পেশায় একজন হোমিওপ্যাথিক চিকিৎসক ও উদ্যোক্তা।

রুহুল আমিনের ২ বছরের একটি কন্যা সন্তান ও তৌহিদুল ইসলামের ৫ বছর ও ৬ মাস বয়সী দুটি পুত্র সন্তান রয়েছে। আপন দুই ভাইয়ের এমন করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team