1. admin@khoborakhobor.com : খবরাখবর :
বাঘারপাড়ায় গাইদঘাট যুব সমাজ ফুটবল টুর্নামেন্টে শর্শুনাদহ বিজয়ী - খবরাখবর
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৫:৩৬ অপরাহ্ন

বাঘারপাড়ায় গাইদঘাট যুব সমাজ ফুটবল টুর্নামেন্টে শর্শুনাদহ বিজয়ী

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
গাইদঘাট ফুটবল টুর্নামেন্টে শর্শুনাদহ জয়ী
গাইদঘাট ফুটবল টুর্নামেন্টে শর্শুনাদহ জয়ী

খেলার খবরঃ গাইদঘাট যুব সমাজ আয়োজিত ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী হয়েছে শর্শুনাদহ ফুটবল একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় যশোরের বেনাপোল নুর ইসলাম ফুটবল একাদশকে ৫-৪ গোলে হারিয়ে মাগুরার শালিখা শর্শূনাদহ ফুটবল একাদশ ফাইনালের শিরোপা জিতে নেয়।

সোমবার (১৬ নভেম্বর) যশোরের বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের গাইদঘাট স্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। বিকেল রেফারি জিল্লুর রহমানের পরিচালনায় খেলা শুরু হয়ে নির্ধারিত সময়ে উভয় দলই কোন গোল করতে না পারায় খেলা সরাসরি টাইব্রেকারে গড়ায়। এতে শর্শুনাদহ একাদশ ৫-৪ গোলে নুর ইসলাম একাদশকে হারায়। চ্যাম্পিয়ন দলের মহিদুল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও দুলাল বিশ্বাস সেরা দর্শক নির্বাচিত হন।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টুর্নামেন্টের সভাপতি সাবেক ইউপি সদস্য আব্দুল আলিম বিশ্বাসের সভাপতিত্বে অতিথি ছিলেন বন্দবিলা ইউনিয়ন আলীগের সভাপতি আব্দুস সামাদ মন্ডল, ইউনিয়ন বিএনপির সভাপতি ঠিকাদার মনিরুজ্জামান তপন, ক্রীড়া সংগঠক বিধান চন্দ্র বিশ্বাস, মুক্তিযোদ্ধা শ্রীহরি বিশ্বাস, গাইদঘাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন কুমার বিশ্বাস, শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও চ্যাম্পিয়ন দলের ম্যানেজার ডা. আব্বাস আলী, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব রাজু আহম্মেদ, ধারভাষ্যকর মাসুম রেজা তুষার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team