1. admin@khoborakhobor.com : খবরাখবর :
বাঘারপাড়ায় উপজেলার উপনির্বাচনকে কেন্দ্র করে সংর্ঘষের ঘটনায় পাল্টা মামলা করেছেন দিলু পাটোয়ারী - খবরাখবর
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:১৮ অপরাহ্ন

বাঘারপাড়ায় উপজেলার উপনির্বাচনকে কেন্দ্র করে সংর্ঘষের ঘটনায় পাল্টা মামলা করেছেন দিলু পাটোয়ারী

  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
দিলু পাটোয়ারী
দিলু পাটোয়ারী

খবরাখবর ডেস্কঃ বাঘারপাড়ায় উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে সংর্ঘষের ঘটনায় পাল্টা মামলা করেছেন স্বতন্ত্র প্রার্থী দিলু পাটোয়ারী। ২৫ জনকে আসামি করে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে দিলু পাটোয়ারী বাদী হয়ে এ মামলা করেন।

এ মামলায় আসামী করা হয়েছে জামদিয়া ইউপি চেয়াম্যান কামরুল ইসলাম টুটুল ও পৌর কাউন্সিলর জুলফিকার আলী জুলাই, উপজেলার রামনগর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে হান্নান, ইন্দ্রা গ্রামের খন্দকার শহিদুল্লাহর ছেলে সাজ্জাদ, জাফরের ছেলে জাকির, মৃত জহুরুল ইসলামের ছেলে শরিফুল, ফেরদৌস, রব ও জাকারিয়া, মুজিবর মোল্লাার ছেলে ইলিয়াস, জাফরের ছেলে তরিকুল, আব্দুল মজিদের ছেলে হানিফ, মালঞ্চী গ্রামের মকবুল কারিগরের ছেলে বাবর আলী, দোহাকুলা গ্রামের মৃত কাশেম মোল্লার ছেলে ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ভিটাবল্যা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে কামাল, সদুল্যাপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে মাহমুদ, ইন্দ্রা গ্রামের রহমান মোড়লের ছেলে মুকুল, মৃত মাহতাবের ছেলে জাহাঙ্গীর, আব্দুল্লাহ খন্দকারের ছেলে মিলন, সুলতান মোল্লার ছেলে মাসুদ, বাঘারপাড়া গ্রামের মৃত খন্দকার আব্দুল্লাহর ছেলে মেহেদী, মহিরণ গ্রামের মৃত মোনছের মোল্লার ছেলে কাছেদ, মৃত নাদের মোল্লার ছেলে কাছেদ (বড়), তোরাব মোল্লার ছেলে হিরু ও মোশারফ হোসেনের ছেলে শিমুল। এছাড়া অজ্ঞাত আরো ১৪-১৫ জনকে আসামি করা হয়েছে।

এর আগে গত ১৮ নভেম্বর স্বতন্ত্র প্রার্থী দিলু পাটোয়ারীসহ ১৭ জনের নামে মামলা করেছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভিক্টোরিয়া পারভিন সাথীর সমর্থক জাকির হোসেন।
বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, ‘বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিলু পাটোয়ারী বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। একই ঘটনায় ১৮ নভেম্বর জাকির হোসেন নামে একজন দিলু পাটোয়ারীসহ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। আমরা দুটি মামলার অভিযোগ নিয়ে তদন্ত করছি”।
উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল এক সড়ক দুর্ঘটনায় মারা গেলে পদটি শূন্য হওয়ায়
আগামী ১০ ডিসেম্বর বাঘারপাড়া উপজেলা চেযারম্যান পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নিহত উপজেলা চেয়ারম্যান কাজলের স্ত্রী ভিক্টোরিয়া পারভিন সাথী। আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারী স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া বিএনপির থেকে নির্বাচন করছেন জামদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team