1. admin@khoborakhobor.com : খবরাখবর :
বাঘারপাড়া উপজেলার ৯ ইউপি'তে ৫১১ প্রার্থীর মনোনয়ন দাখিল - খবরাখবর
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০২:১০ পূর্বাহ্ন

বাঘারপাড়া উপজেলার ৯ ইউপি’তে ৫১১ প্রার্থীর মনোনয়ন দাখিল

  • Update Time : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
নারিকেল বাড়িয়া ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করছেন বাবলু সাহা
নারিকেল বাড়িয়া ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করছেন বাবলু সাহা

বাঘারপাড়া উপজেলার ৯ ইউনিয়নে ৫৮ চেয়ারম্যানসহ ৫১১ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষে সাধারণ সদস্য পদে ৩৪৯ জন ও সংরক্ষিত সদস্য পদে ১০৪ জনসহ মোট ৫১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এ তথ্য পাওয়া গেছে। উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, জহুরপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আসাদুজ্জামান, স্বতন্ত্র বদর উদ্দিন মোল্যা, আলমগীর হোসেন, কাজী মিরাজুল ইসলাম, আবু তালেব, কাজী মনিরুজ্জামান, আজিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ রকিবুল ইসলাম, জাকের পার্টির রফিকুল ইসলাম। এছাড়াও সাধারণ সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত সদস্য পদে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

বন্দবিলা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সনজীত কুমার বিশ্বাস, স্বতন্ত্র আনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান শওকত হোসেন মন্ডল, কাজী কামরুল ইসলাম, মাসুম রেজা, জিয়াউর রহমান, সাইফুজ্জামান চৌধুরি  ভোলা, মনিরুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আনিচুর রহমান, জাকের পার্টির আবু বক্কার, ওয়ার্কাস পার্টির বর্তমান চেয়ারম্যান বাঘারপাড়ায় ৫১১ প্রার্থীর মনোনয়ন দাখিলসবদুল হোসেন খান। সাধারণ সদস্য পদে ৪৬ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

রায়পুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত বিল্লাল হোসেন, স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন, সাবেক চেয়ারম্যান জহুরুল হক, সাবেক ইউপি সদস্য মোশাররফ হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা সেলিম রেজা বাদশা, ইসলামী আন্দোলন বাংলাদেশের জাহিদ হাসান, জাকের পার্টির আবুল কাশেম। সাধারণ সদস্য পদে ৩১ জন ও সংরক্ষিত সদস্য পদে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

নারিকেলবাড়িয়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত বাবলু কুমার সাহা, স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান আবু তাহের আবুল সরদার, শওকত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল ওয়াদুদ খান, জাকের পার্টির জমির উদ্দিন মোল্যা। সাধারণ সদস্য পদে ৪১ জন ও সংরক্ষিত সদস্য পদে ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

ধলগ্রাম ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত রবিউল ইসলাম রবি, স্বতন্ত্র আতিয়ার সরদার। সাধারণ সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন

দোহাকুলা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, স্বতন্ত্র অরুণ কুমার অধিকারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের রুহুল কুদ্দুস, জাকের পার্টির নূর জালাল। সাধারণ সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত সদস্য পদে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

বাসুয়াড়ি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত আমিনুর রহমান সরদার, স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান আবু সাঈদ সরদার, সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান, হাফিজুর রহমান, মিজানুর রহমান। সাধারণ সদস্য পদে ৪৬ জন ও সংরক্ষিত সদস্য পদে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

জামদিয়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত আরিফুল ইসলাম তিব্বত, স্বতন্ত্র জাহাঙ্গীর আলম, সেলিম রেজা, আসলাম হোসেন, সাইফুল ইসলাম, শামীম রেজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাইরুল ইসলাম মিঠু, ওয়ার্কাস পার্টির মোস্তাফিজুর রহমান লাল। সাধারণ সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

দরাজহাট ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত সাবেক চেয়ারম্যান জাকির হোসেন, স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান আয়ুব হোসেন বাবলু, মোহাম্মাদ আলী, জেলা পরিষদ সদস্য ইকবাল হোসেন, রফিকুল ইসলাম, গোলাম মোস্তফা ফুলমিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান, জাকের পার্টির ওমর আলী। সাধারণ সদস্য পদে ৩১ জন ও সংরক্ষিত সদস্য পদে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

উল্লেখ্য, এ ইউপি নির্বাচনে মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। আর ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team