বলিউডের নামজাদা পরিচালক রাজকুমার সন্তোষীর নতুন ছবি ‘ব্যাড বয়’-এর মাধ্যমে বলিউডের দুনিয়ায় পা রাখতে চলেছেন মিঠুন পুত্র নমশি। নতুন ছবির পোস্টার শেয়ার করে নমশিকে শুভকামনা জানিয়েছেন সালমান খান। আন্দাজ আপনা আপনা’, ‘দ্য লিজেন্ড অব ভগত সিং’, ‘ফাটা পোস্টার নিকলা হিরো’ খ্যাত বলিউডের নামজাদা পরিচালক রাজকুমার সন্তোষীর এই নতুন ছবিতে নমশির সাথে নায়িকা হিসেবে দেখা যাবে আরেক নবাগত অভিনেত্রীকে। নির্মাতা সাজিদ কুরেশির কন্যা অমরিন কুরেশি অভিনয় করেছে নায়িকা চরিত্রে।
বলিউড টলিউডের দাপুটে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে কে না চেনে! তিনি টালিউড ও বলিউডের সুপারস্টারের পাশাপাশি রাজনৈতিক নেতা, উপস্থাপক, জনপ্রিয় রিয়ালিটি শো ড্যান্স বাংলা ড্যান্স এর বিচারক। তাঁরই চার সন্তানের মধ্যে তৃতীয় সন্তান এই ২৭ বছর বয়সী নমশি চক্রবর্তী। বাবা আর বড় ভাই মিমোহ চক্রবর্তীর
দেখানো পথ অনুসরণ করে নমশি ক্যারিয়ার গড়তে চলেছেন বড় পর্দায়। তার নতুন ছবির পোস্টার শেয়ার করে তাই শুভকামনা জানিয়েছেন বলিউডের তারকা অভিনেতা সালমান খান।
‘আন্দাজ আপনা আপনা’, ‘দ্য লিজেন্ড অব ভগত সিং’, ‘ফাটা পোস্টার নিকলা হিরো’ খ্যাত বলিউডের নামজাদা পরিচালক রাজকুমার সন্তোষীর নতুন ছবি ছবি ‘ব্যাড বয়’ তে নবাগতদের নিয়ে বেশ আশাবাদী। বলিউডে বর্তমানে প্রতিষ্ঠিত এমন অসংখ্য তারকাকে এর আগেও পরিচয় করিয়ে দিয়েছেন সালমান খান। এবার দুই নবাগতর প্রথম ছবির পোস্টার শেয়ার করে তাঁদের পরিচিত করিয়ে দিলেন সালমান খান।
রাজকুমার সন্তোষী তাঁর ‘ব্যাড বয়’ ছবি প্রসঙ্গে বলেন, ‘এই ছবির পোস্টারের মতো গল্পও খুব শক্তিশালী। একটা সম্পূর্ণ ছবিতে যা যা থাকে অর্থাৎ নাটকীয়তা, প্রেম, সংগীত, অ্যাকশন—সবকিছু আছে এই ছবিতে। আমার বিশ্বাস যে বাণিজ্যিক ছবির দর্শকেরা এই ছবিটি গ্রহণ করবেন ও হলে এসে ছবিটি উপভোগ করবেন।
সাজিদ কুরেশিও মনে করেন, ‘ব্যাড বয়’ পুরোপুরি একটি কমার্শিয়াল ছবি। ২০২০ সালে সবচেয়ে মসলাদার বিনোদনমূলক ছবির তালিকায় ‘ব্যাড বয়’ থাকবে বলেও বিশ্বাস এই পরিচালকের। মিঠুন–পুত্র নমশি তাঁর বলিউড অভিষেক নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত ও আনন্দিত । মিঠুন পুত্র নমশি বলেন, ‘“ব্যাড বয়” আমার কাছে স্বপ্ন সত্যি করার মতো একটা ব্যাপার।’ নবাগতা নায়িকা অমরিন কুরেশি বলেন, ‘“ব্যাড বয়” ছবির জন্য আমি অনেকটা দিন ধরে ভেবেছি। এটা আমার একটা স্বপ্নের বাস্তবায়ন, স্বপ্নের ছবি৷ এই ছবিতে মনোরঞ্জনে ভরপুর। সেটে কাটানো প্রতিটা মুহূর্ত খুব আনন্দের ছিল। এই ছবিটা মুক্তির অপেক্ষায় আমার আর তর সইছে না। মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মিমোহ আগেই হিন্দি ছবির দুনিয়ায় পা রেখেছেন। কিন্তু সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি এই তারকা–পুত্র। এখন দেখার নমশি মিঠুনের নাম কতটা ধরে রাখতে পারেন।
মিঠুন চক্রবর্তী ভারতের একজন খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা, সমাজ সংগঠক এবং উদ্যোক্তা। শৈশবে ‘গৌরাঙ্গ চক্রবর্তী’ নামে বাংলাদেশের বরিশাল বিভাগের ঝালকাঠি জেলায় জন্মগ্রহণ করেন তিনি। মৃগয়া (১৯৭৬) চলচ্চিত্রের মাধ্যমে মিঠুনের অভিষেক ঘটে। এ ছবির মাধ্যমেই তিনি ‘সেরা অভিনেতা’ হিসেবে ভারতের ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ লাভ করেন। বর্তমানে তিনি পরশ টিভি’র প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন।
সাবেক অভিনেত্রী যোগীতা বালীকে নিয়ে ঘর-সংসার মিঠুন চক্রবর্তীর। তাদের ঘরে তিন পুত্র এবং এক কন্যা রয়েছে। জ্যেষ্ঠ পুত্র মিমোহ চক্রবর্তী বলিউডের অভিনেতা। ২০০৮ সালের ‘জিমি’ চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক ঘটে। ২য় পুত্র রিমোহ চক্রবর্তী মিঠুনের পরিচালনায় ফির কাভি (আবার কখনো) চলচ্চিত্রের মাধ্যমে অংশ নেয়। তৃতীয় সন্তান – নমসী চক্রবর্তী এই প্রথম বলিউড দুনিয়ায় পা রাখতে চলেছেন। এছাড়া দিশানী চক্রবর্তী এখনো পড়াশোনায় ব্যস্ত রয়েছে।
অনেকগুলো সূত্র দাবী করে যে, মিঠুন চক্রবর্তী দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী শ্রীদেবী’র সাথে প্রণয়ের সম্পর্ক ছিল।
মিঠুন চক্রবর্তী এ পর্যন্ত ৩০০ টিরও অধিক হিন্দী চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়াও, উল্লেখযোগ্যসংখ্যক বাংলা, পাঞ্জাবী, তেলেগু, ওড়িয়া, ভোজপুরী চলচ্চিত্রেও অংশ নিয়েছেন। তিনি মনার্ক গ্রুপের স্বত্ত্বাধিকারী, যা অতিথি সেবায় নিয়োজিত রয়েছে।
মিঠুন চক্রবর্তী ২০০৯ সাল থেকে রিয়েলিটি টিভি সিরিজ ডান্স ইন্ডিয়া ডান্সে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন।