1. admin@khoborakhobor.com : খবরাখবর :
ডেটা ছাড়া ফ্রী ম্যাসেঞ্জার কানেক্টেড করবেন যেভাবে - খবরাখবর
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:৪৮ পূর্বাহ্ন

ডেটা ছাড়া ফ্রী ম্যাসেঞ্জার কানেক্টেড করবেন যেভাবে

  • Update Time : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
facebook messenger
facebook messenger

এখন থেকে বিনামূল্যে অর্থাৎ কোনো ডাটা ব্যালেন্স ছাড়া ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন সকল গ্রামীণফোন ব্যবহারকারীগণ। এই ফ্রি ফেসবুক ও মেসেঞ্জারের ক্ষেত্রে কোনো ধরনের ছবি বা ভিডিও দেখা যাবেনা, বরং শুধুমাত্র টেক্সট অর্থাৎ লেখা দেখা যাবে।

সিমে থাকা ডাটা ও পে অ্যাজ ইউ গো কোটা শেষ হওয়ার পর ব্যবহার করা যাবে এই ফ্রি ফেসবুক সুবিধা। ফ্রি টেক্সট অনলি ফেসবুক ব্যবহার এর এই ফিচারটির নাম হবে, ফেসবুক অটোফ্লেক্স (Facebook AutoFlex)। অন্যদিকে ডিসকভার অ্যাপের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইট ব্যবহার করা যাবে ছবি বা ভিডিও ছাড়া।

ফ্রি টেক্সট অনলি ফেসবুক অটোফ্লেক্স কিভাবে ব্যবহার করবো?

ফেসবুক অটোফ্লেক্স একটি ফ্রি সার্ভিস, যা ব্যবহার করে গ্রামীণফোন গ্রাহকগণ বিনামূল্যে টেক্সট-অনলি ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন অ্যাপ বা ওয়েব ব্রাউজার থেকে ফেসবুক অটোফ্লেক্স এর মাধ্যমে টেক্সট, ইমোজি, স্টিকার, কমেন্ট, লাইক, প্রোফাইল পিকচার আপলোড এর মত ফিচার ব্যবহার করা যাবে ফেসবুক লাইট, ফেসবুক মোবাইল অ্যাপ ও ওয়েব ব্রাউজারে ব্যবহার করা যাবে এই ফ্রি ফেসবুক ফিচার। তবে আইওএস চালিত ডিভাইস, উইন্ডোজ ফোন, ব্ল্যাকবেরি ডিভাইসের ফেসবুক অ্যাপে এই ফিচারটি সাপোর্ট করবে না

ফেসবুক অটোফ্লেক্স প্রথমবার ব্যবহার না করা পর্যন্ত মেসেঞ্জার বিনামূল্যে ব্যবহার করা যাবেনা ,গ্রামীনফোন গ্রাহকদের ডাটা ব্যালেন্স শূন্য হলে তবেই ব্যবহার করা যাবে ডিসকভার অ্যাপের সেবাসমুহ। এছাড়াও https://0.discoverapp.com/ লিংকে প্রবেশের মাধ্যমেও ব্যবহার করা যাবে,ডিসকভার ব্যবহার করে ছবি ও ভিডিও ছাড়া ইন্টারনেট ব্যবহার করা যাবে
প্রতিদিন ১০এমবি ফ্রি টেক্সট অনলি ডাটা ব্যবহার করা যাবে। আবার মাসিক সর্বোচ্চ ১৫০এমবি ডাটা ব্যবহার করা যাবে ডিসকভার অ্যাপে। এই লিমিট অতিক্রম করার পর গ্রামীণফোন গ্রাহকদের ইন্টারনেট প্যাক কিনতে হবে
এছাড়া জানিয়ে রাখছি ফ্রি ফেইসবুক এবং মেসেঞ্জারে শুধুমাত্র টেক্সট এবং ইমোজি ব্যবহার করতে পারবেন (ছবি এবং ভিডিও দেখা যাবে না)।

ফ্রি মেসেঞ্জার


ফ্রি মেসেঞ্জার ব্যবহার করতে আগে ফ্রি ফেসবুক ফিচারটি চালু করতে হবে। ফ্রি মেসেঞ্জারের ক্ষেত্রে টেক্সট দেখা যাবে ও পাঠানো যাবে। এছাড়া টেক্সট এর পাশাপাশি স্টিকার ও ইমোজি বিনামূল্যে পাঠানো যাবে। পাঠানো বা দেখা যাবেনা কোনো ভিডিও বা ছবি।

ফ্রি ডিসকভার অ্যাপ


ডিসকভার অ্যাপ মূলত একাধিক গুরুত্বপূর্ণ ওয়েবসাইট বিনামূল্যে ব্যবহারের সুযোগ করে দেয়। ডাটা না থাকলে 0.discoverapp.com সাইটে প্রবেশ করে কিংবা ডিসকভার অ্যাপের মাধ্যমে এই সুবিধা উপভোগ করা যাবে। দৈনিক ১০ থেকে ১৫ মেগাবাইট ও মাসিক সর্বোচ্চ ১৫০এমবি ডাটা বিনামূল্যে ব্যবহার করা যাবে ডিসকভার এর মাধ্যমে।

দেশে এবার ডাটা বা ইন্টারনেট ছাড়াই মোবাইল ফোনে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারের সুযোগ উন্মোচন করা হল। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আজ মঙ্গলবার, ৯ নভেম্বর, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে এই সেবার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে শুধু গ্রামীণফোনের গ্রাহকরা এই সেবা উপভোগ করতে পারবেন। বলা হয়েছে, গ্রামীণফোনের গ্রাহকরা ইন্টারনেটে না থাকলেও যাতে নিরবচ্ছিন্নভাবে কানেক্টেড থাকতে পারেন, সেজনই মেটা বা ফেসবুকের সঙ্গে পার্টনারশিপে টেক্সট-অনলি ফেসবুক ও ডিসকভার চালু করেছে বাংলাদেশি মোবাইল কোম্পানিটি।

এ সময় আরো বলা হয়, কোনো ডেটা চার্জ ছাড়াই মোবাইল ওয়েব ও অ্যান্ড্রয়েড অ্যাপ ‘ডিসকভার’ গ্রামীণফোন গ্রাহকদের ১৫ মেগাবাইট ডেইলি ব্যাল্যান্সের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করার সুযোগ দেবে। ডিসকভারের মাধ্যমে গ্রাহকরা লো-ব্যান্ডউইথ ফিচার যেমন- ফ্রি ডেটা দিয়ে বার্তা এবং আইকন দেখতে পারবেন। এর মাধ্যমে তারা সব সময় শিক্ষা, স্বাস্থ্য ও চাকরি সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়ের সঙ্গে যুক্ত থাকতে পারবেন বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team