চট্টগ্রাম আবহাওয়া অফিসের উপ-পরিচালক সৈয়দ আবুল হাসনাত জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ভূমিকম্প হয়।
এটির উৎপত্তি হচ্ছে ভারত-মিয়ানমার সীমান্তে, পার্বত্য চট্টগ্রামের কাছাকাছি।
ভূমিকম্পের খবর দেয় এমন আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, মিয়ানমারের চিন প্রদেশের হাখা থেকে ৩৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৫৪ কিলোমিটার গভীরে এর উৎপত্তি।
ভূমিকম্পটি ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ২ মাত্রার।
সৈয়দ আবুল হাসনাত বলেন, গত ২৫ নভেম্বর ওই অঞ্চলে একটি বড় ভূমিকম্প হয়।
যেটির প্রভাবে পুরো দেশ কেঁপে ওঠে। সেই ভূমিকম্পের প্রভাবেই আরও ছোট ছোট কিছু ভূমিকম্প হচ্ছে। এ নিয়ে আমাদের শঙ্কার কিছু নেই।