ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ।
ইতোমধ্যে ৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেটের পতন হয়েছে। ৬ রান করে মুস্তাফিজুর রহমানের বলে আউট হয়েছে এভিন লুইস, ৪ রান করে মেহেদীর বলে বোল্ড হয়েছেন ক্রিস গেইল এবং ৯ রান করে ফিরে গেছে সিমরন হেটমায়ার ।
এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। বাদ পড়েছেন নাসুম আহমেদ আর নুরুল হাসান সোহান। তাদের বদলে একাদশে ঢুকেছেন সৌম্য সরকার আর তাসকিন আহমেদ।
২ ম্যাচ, ০ জয়। দুই দলের পরিসংখ্যানই এমন। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের জন্য তাই এটি বাঁচা-মরার ম্যাচ। টুর্নামেন্টে টিকে থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই বললেই চলে।
একাদশে দুই পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজও। লেন্ডল সিমন্স ও হেইডেন ওয়ালশ জুনিয়র বাদ পড়েছেন। দলে এসেছেন রোসটন চেজ ও জেসন হোল্ডার।
চেজের এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক। আর হোল্ডার বিশ্বকাপের মূল দলে ছিলেন না গতকালের আগেও। ওবেদ ম্যাকয়ের চোটে মূল দলে সুযোগ পেয়েছেন রিজার্ভ হিসেবে থাকা এ অলরাউন্ডার।
পোলার্ড জানিয়েছেন, ওপেনিংয়ে আসবেন ক্রিস গেইল।
বাংলাদেশ একাদশ
নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রিস গেইল, এভিন লুইস, রস্টন চেজ, নিকোলাস পুরান, সিমরন হেটমায়ার, কাইরন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, ডোয়াইন ব্রাভো, আকিল হোসেন, রবি রামপল।