মৃতরা হলো—কুটিপাড়া গ্রামের এমদাদুল হক (৬২) ও তার নাতি রাকেশ মিয়া (৭)। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, বিকালে বাড়ির পাশের পুকুর সেচে মাছ ধরতে যান এমদাদুল হক ও তার নাতি রাকেশ। বৈদ্যুতিক পাম্পের সংযোগ তারে লিক থাকায় তাতে বিদ্যুৎস্পৃষ্ট হন এমদাদুল। এ সময় দাদাকে ধরলে রাকেশও বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই তারা মারা যান।
ওসি আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় কোনও অভিযোগ না থাকায় মৃতদের লাশের সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।