১/ পদের নাম- শাখা ব্যবস্থাপক
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা- স্নাতক/স্নাতকোত্তর ( উক্ত পদে ৫ বছরের অভিজ্ঞতা)
বয়স-৪০ বছর
বেতন- ৩৫০০০/- নিয়মিত হলে ৩৮৭১৮
২/ পদের নাম- সহকারী শাখা ব্যবস্থাপক
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা- স্নাতক/স্নাতকোত্তর ( উক্ত পদে ২ বছরের অভিজ্ঞতা)
বয়স-৪০ বছর
বেতন- ২৫০০০/- নিয়মিত হলে ৩৭০৯৭
৩/ পদের নাম- শাখা হিসাবরক্ষক
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা-বাণিজ্যে স্নাতক/স্নাতকোত্তর ( কম্পিউটারে অফিস প্রোগ্রামে পারদর্শী)
বয়স-৪০ বছর
বেতন- ২০০০০/- নিয়মিত হলে ৩৩০১১
৪/ পদের নাম- ফিল্ড অফিসার
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা- এইচএসসি
বয়স-৩৫ বছর
বেতন- ২৫০০০/- নিয়মিত হলে ৩৩৮১৭
প্রার্থীকে ০৫-০৩-২০২২ তারিখে মৌখিক পরীক্ষার জন্য মানবসম্পদ ব্যবস্থাপক, প্রত্যাশী,৯০৩/এ,সৈয়দবাড়ি, ওমর আলী মাতব্বর রোড,বহদ্দারহাট(বহদ্দার বাড়ির সন্নিকটে)চান্দগাঁও,চট্টগ্রাম-৪২১২, ঠিকানায় পদবী উল্লেখপূর্বক আবেদনপত্র,জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, অভিজ্ঞতা সনদ, চেয়ারম্যান সার্টিফিকেট ও জাতীয়তা সনদ পত্রের কপি এবং সদ্য তোলা ৩ কপি ছবিসহ উক্ত ঠিকানায় পরীক্ষায় অংশ নিতে অনুরোধ করা হয়েছে।