1. admin@khoborakhobor.com : খবরাখবর :
মৌখিক পরীক্ষায় প্রত্যাশী এনজিওতে ৩৫ হাজার বেতনে ম্যানেজার নেবে - খবরাখবর
বুধবার, ১৫ মার্চ ২০২৩, ০৭:৫৮ অপরাহ্ন

মৌখিক পরীক্ষায় প্রত্যাশী এনজিওতে ৩৫ হাজার বেতনে ম্যানেজার নেবে

  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
মৌখিক পরীক্ষায় প্রত্যাশী এনজিওতে ৩৫ হাজার বেতনে ম্যানেজার নেবে
মৌখিক পরীক্ষায় প্রত্যাশী এনজিওতে ৩৫ হাজার বেতনে ম্যানেজার নেবে

শুধুমাত্র মৌখিক পরীক্ষায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘‘প্রত্যাশী‘‘ চারটি পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চট্টগ্রাম, কক্সবাজার,রাঙামাটি,ফেনী,কুমিল্লা,চাঁদপুর, লক্ষীপুর, নোয়াখালি,বি-বাড়িয়া,নারায়নগঞ্জ এবং মুন্সিগঞ্জ জেলায় লোন কার্যক্রম পরিচালনার জন্য নিমোক্ত পদে কর্মকর্তা নিয়োগ করা হবে।

১/ পদের নাম- শাখা ব্যবস্থাপক

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা- স্নাতক/স্নাতকোত্তর ( উক্ত পদে ৫ বছরের অভিজ্ঞতা)

বয়স-৪০ বছর

বেতন- ৩৫০০০/- নিয়মিত হলে ৩৮৭১৮

২/ পদের নাম- সহকারী শাখা ব্যবস্থাপক

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা- স্নাতক/স্নাতকোত্তর ( উক্ত পদে ২ বছরের অভিজ্ঞতা)

বয়স-৪০ বছর

বেতন- ২৫০০০/- নিয়মিত হলে ৩৭০৯৭

৩/ পদের নাম- শাখা হিসাবরক্ষক

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা-বাণিজ্যে স্নাতক/স্নাতকোত্তর ( কম্পিউটারে অফিস প্রোগ্রামে পারদর্শী)

বয়স-৪০ বছর

বেতন- ২০০০০/- নিয়মিত হলে ৩৩০১১

৪/ পদের নাম- ফিল্ড অফিসার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা- এইচএসসি

বয়স-৩৫ বছর

বেতন- ২৫০০০/- নিয়মিত হলে ৩৩৮১৭

প্রার্থীকে ০৫-০৩-২০২২ তারিখে মৌখিক পরীক্ষার জন্য মানবসম্পদ ব্যবস্থাপক, প্রত্যাশী,৯০৩/এ,সৈয়দবাড়ি, ওমর আলী মাতব্বর রোড,বহদ্দারহাট(বহদ্দার বাড়ির সন্নিকটে)চান্দগাঁও,চট্টগ্রাম-৪২১২, ঠিকানায় পদবী উল্লেখপূর্বক আবেদনপত্র,জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, অভিজ্ঞতা সনদ, চেয়ারম্যান সার্টিফিকেট ও জাতীয়তা সনদ পত্রের কপি এবং সদ্য তোলা ৩ কপি ছবিসহ উক্ত ঠিকানায় পরীক্ষায় অংশ নিতে অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team