শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাহিন চৌধুরী গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার উত্তর খাইলকুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ ও নিয়োগ পরীক্ষা দিতে আসা অন্য প্রার্থীরা জানান, সকালে জেলা পুলিশ লাইনসে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে যান শাহিন চৌধুরী। এক পর্যায়ে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা চলাকালে ফাহিম চৌধুরী টেলিকম টাওয়ারের পাশে গিয়ে দাঁড়ায়। এ সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন অনেকেই ধারণা করেন- তিনি টাওয়ার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।
পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শাহিন চৌধুরীকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সানোয়ার হোসেন পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে শাহিন চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সেটা জানাতে পারেননি।