মামলার বিবরণে জানা যায়, অভিযুক্ত ওই পুলিশ সদস্যের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায়। গত বছরের ২৩ ডিসেম্বর রাতে ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে অবৈধ মালামাল বহনের অভিযোগে এক কিশোরকে আটক করে পুলিশ। পরে পাশের একটি আবাসিক হোটেলে নিয়ে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে ইউনুস। এ সময় ওই ভিডিও ধারণ করে রাখা হয়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই কিশোরকে একাধিকবার ধর্ষণ করে। এক পর্যায়ে পুরো বিষয়টি ওই কিশোর তার মাকে অবহিত করে। বৃহস্পতিবার কিশোরের মা বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন। পরে পুলিশ রাতেই ইউনুসকে গ্রেফতার করে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, মামলা দায়েরের পর অভিযুক্ত ইউনুসকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাকে বরখাস্ত করা হয়েছে।