‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে’ এই ডায়লগে ভুগতে হচ্ছে মিঠুন চক্রবর্তীকে। জন্মদিনেও পুলিশ তার পিছু ছাড়েনি। বুধবার পুনেতে বসে কলকাতার মানিকতলা থানার পুলিশ কর্মকর্তার ভার্চুয়ালী জিজ্ঞসাবাদের জবাব দিতে হয়েছে।
প্রায় ৪৫ মিনিটের এই জিজ্ঞাসাবাদে বিজেপির নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ এনে নানা প্রশ্ন করা হয়।
ভারতের পশ্চিমবঙ্গে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে জন্মদিনেই এমন জিজ্ঞাসাবাদে পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচারে ‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে’ সিনেমার এই বিখ্যাত সংলাপ ব্যবহার করেছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।
ওই নির্বাচনের পর রাজ্যজুড়ে সহিংসতা ও অশান্তি সৃষ্টি হয়। এখন তার জেরে বিড়ম্বনায় পড়তে হলো ‘মহাগুরু’কে। এমন সংলাপ সহিংসতা ছড়াতে সহায়তা করেছে অভিযোগ তুলে ৬ মে মানিকতলা থানায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় এফআইআর দায়ের হয়। এরপর হাইকোর্টে মামলা খারিজের আবেদন করেন বিজেপিতে যোগ দেওয়া এই অভিনেতা। কলকাতা হাইকোর্টের নির্দেশেই এদিন ভার্চুয়ালি তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ সময় তদন্তকারীরা জানতে চান, এই মন্তব্য করার কারণ। এই মন্তব্যের আড়ালে কোনো অন্য উদ্দেশ্য ছিল কিনা?
বিধানসভা নির্বাচনের প্রচারের সময় কলকাতার ব্রিগেড মঞ্চে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে নাম লেখান মিঠুন চক্রবর্তী। ওইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার হাতে তুলে দেন দলের পতাকা। ওই সভায় মিঠুনের বহু ভক্ত অংশ নেয়।