সম্প্রতি পাকিস্তানে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় এর কারণ হিসেবে ইমরান খান মেয়েদের স্বল্প পোষাককে দায়ী করেন। ঘটনাটি নজরে আসতেই মুখ খুলে আলোচনায় এলেন তসলিমা নাসরিন।
পাকিস্তান ক্রিকেটের অধিনায়ক থাকাকালে নারীদের মধ্যে বেশ জনপ্রিয় ছিলেন ইমরান। তার সেই সময়ের একটি ছবি মঙ্গলবার টুইটারে শেয়ার করেন তসলিমা। ছবিতে ইমরান খানকে খালি গায়ে দেখা যায়।
ছবিটি টুইট করে তসলিমা লিখেছেন, ‘পুরুষ যদি স্বল্প পোশাক পরে, তাতে মেয়েদেরও মন চঞ্চল হতে পারে, যদি না তারা রোবট হয়।’
এদিকে ইমরান খানের ওই মন্তব্যের নিন্দা জানাচ্ছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তার ব্যাপক সমালোচনা।