মৃতরা হলো—জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দুর্লভপুর গ্রামের কানাই দাসের ছেলে চয়ন দাস (৭) এবং মান্নারগাও গ্রামের নান্টু দাসে পুত্র নীরব দাস (৫)। তারা সম্পর্কে খালাতো ভাই।
পুলিশ ও স্বজনরা জানায়, ১৫ দিন আগে মায়ের সঙ্গে খালার বাড়ি মান্নারগাও গ্রামে বেড়াতে আসে চয়ন দাস। আজ বিকালে চয়ন ও নীরব বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর রাতে পুকুরে জাল ফেলে তাদেরকে উদ্ধার করে। এরপর ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরতিচিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। দোয়ারাবাজার থানা পুলিশ দুই শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, দুই শিশু বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মারা গেছে।