অপর দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিকে হালদার সরকারের লোক। সরকারের সহযোগিতায় সে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে পালিয়েছে। সরকার এর সহযোগিতা না থাকলে এই ভাবে হাজার হাজার কোটি টাকা অবৈধ ভাবে অর্জন করতে ও বিদেশে পাচার করতে পারত না।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন– “ফখরুল সাহেব, আপনি কালো চশমা পরে বক্তব্য রাখছেন। অর্থ পাচারের আসামি বিএনপি নেত্রী ও আপনাদের মা বিএনপির ভাইস চেয়ারম্যান এই তালিকার শীর্ষে আছেন। আওয়ামী লীগের কেউ অর্থ পাচার করলে শেখ হাসিনা কাউকে ছাড় দেন না। এর জ্বলন্ত উদাহরণ ফরিদপুর”।
তিনি আরও বলেন, ‘তথ্য–প্রমাণ ছাড়া কোনো কথা বলবেন না। খুব বাড়াবাড়ি করছেন আপনি। প্রধানমন্ত্রীর নামটি উচ্চারণের সময়ও সম্মান দেখান না আপনি।