বিনোদন ডেস্কঃ ভারতের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সিনেমা করার জন্য ফের নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন অক্ষয় কুমার। এক একটি ছবির জন্য তিনি ১২০ রুপি দাবি করতেন। এখন তা বেড়ে হয়েছে ১৩০ কোটি। দর্শকরা তার সিনেমা দেখতে পছন্দ করেন। পাশাপাশি বক্স অফিসে অক্ষয় অভিনীত ছবিগুলো তাই ব্যবসাও করে বেশ ভাল।
বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন অক্ষয় কুমার। ফোর্বসের সর্বশেষ জরিপে, পৃথিবীর সবচেয়ে ধনী ১০০ তারকার মধ্যে একমাত্র ভারতীয় হিসেবে নাম এসেছে অক্ষয় কুমারের। বছরে তিনি সাড়ে সাতশোর বেশি রুপি আয় করেন।
অক্ষয়ের টিম মনে করে এই কর্মকাণ্ডের সঙ্গে তারাও যুক্ত। বলিউডের প্রযোজকরা তার সঙ্গে কাজ করত পছন্দ করেন। চলতি বছর অক্ষয় কুমার অভিনীত একাধিক ছবি মুক্তি পেতে চলেছে।
যার মধ্যে রয়েছে সূর্যবংশি থেকে রাম সেতু, রাখী বন্ধন, বেল বটম, আতরঙ্গি রে, বচ্চন পাণ্ডের মতো ছবি। তবে শুধু অভিনয়ই নয়, একাধিক কাজের সঙ্গেও যুক্ত থাকেন তিনি
১৯৯১ সালে অ্যাকশন হিরো হিসেবে নিজের যাত্রা শুরু করেছিলেন তিনি। অবশ্য ২০০০ সালে প্রায় নিজের ট্র্যাক বদলে অ্যাকশন হিরো থেকে কমেডি হিরো হিসেবে নিজেকে মেলে ধরেন৷ প্রথম হিটের মুখ দেখার জন্য পরপর ১৬টা ফ্লপ ছবি ‘উপহার’ দিতে হয়েছিল যার, সেই মানুষটার এখন সময় বদলেছে। এখন তিনি পরপর ১৬টি ব্লকবাস্টার হিট উপহার দিলেও কেউ অবাক হবে না।