মঙ্গলবার (৮ মার্চ) পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ অভিযোগ করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ আইরিন জাহান।
অভিযোগে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন, সোমবার (৭ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। তবে এমপির অভিযোগ, তিনি সাধারণভাবেই কথা বলেছেন।
এরআগে কানিজ আইরিন ও নাদিরা ইয়াসমিন জলি এমপির কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
হুমকির বিষয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা বলেন, ‘আমার কাজে অনিয়ম, ভুলক্রুটি পেলে তিনি বকা দিতে পারেন। প্রশাসনিক ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারেন। কিন্তু থাপ্পড় দেওয়ার কথা বলতে পারেন না। নারী দিবসে আমাকে এমন একটি পরিস্থিতির সম্মুখীন হতে হলো।’
তবে অভিযোগ অস্বীকার করেছেন এমপি নাদিরা ইয়াসমিন জলি। তিনি বলেন, ‘অডিওটির বিষয়ে আমি কিছু জানি না। আমি ভদ্রভাবেই তার সঙ্গে কথা বলেছি।