1. admin@khoborakhobor.com : খবরাখবর :
বালতির পানিতে যমজ শিশু সাবা-সাহারার মৃত্যু - খবরাখবর
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৩:১৭ পূর্বাহ্ন

বালতির পানিতে যমজ শিশু সাবা-সাহারার মৃত্যু

  • Update Time : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
বালতির পানিতে যমজ শিশু সাবা-সাহারার মৃত্যু
বালতির পানিতে যমজ শিশু সাবা-সাহারার মৃত্যু

পানিভর্তি বালতিতে পড়ে সাবা ও সাহারা নামে তিন বছর বয়সী যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। রবিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়ায় এ ঘটনা ঘটে।

শিশু সাবা ও সাহারা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুলিশ কনস্টেবল এবাদ আলীর মেয়ে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন।

এবাদ আলী জানান, সকাল প্রায় ১০টার দিকে মেয়ে দুটি বালতির পানিতে পরনের প্যান্ট রেখে নাড়াচাড়া করছিল। এ সময় তাদের মা ময়লা ফেলতে বাড়ির বাইরে যান। এসে দেখেন পানিভর্তি বালতির ভেতরে দুই বোনের মাথা নিচে ও পা ওপরে। সে সময় দ্রুত তাদের চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ‘ভাড়া বাসায় সব সময় পানি পাওয়া যায় না। তাই বালতিতে অতিরিক্ত পানি ধরে রাখা ছিল।’

ওসি জানান, শিশু দুটি একসঙ্গে মারা যাওয়ায় বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে শিশু দুটির মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, একসঙ্গে যমজ দুই বোনের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team