ঢাকা বোর্ড ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা মামলার পর খোদ পরীমনির বিরুদ্ধে অভিযোগ উঠেছে অল কমিউনিটি ক্লাবে গিয়ে বন্ধুদের নিয়ে ভাংচুরের। গত ৭ জুন পরীমনি তার বন্ধুদের নিয়ে ওই ক্লাবে গিয়ে অসৌজন্যমূলক আচরণ করেন ভাংচুর করেন গ্লাস ও।
গুলশান থানা পুলিশ জানিয়েছে, ওই ঘটনাটি ঘটেছে গত ৭ জুন গভীর রাতে। পুলিশ সরজমিনে গিয়ে ব্যাপারটি তদন্ত করে ব্যাবস্থা গ্রহণ করবে।
এই বিষয়ে পরীমনি বলেন- বিষয়টি একদম ফালতু, আমার নামে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে, না হলে এতদিন পরে কেন অভিযোগ করা হচ্ছে?
গুলশান থানার পরিদর্শক আমিনুল ইসলাম জানান, গত ৭ জুন গভীর রাতে অল কমিউনিটি ক্লাব থেকে ৯৯৯ নাম্বারে কল আসে।সেখানে উপস্থিত হয়ে দেখা যায় - কথা কাটাকাটির জেরে কয়েকটি গ্লাস ভাংচুর করেছেন পরীমনি। তবে এই বিষয়ে পরে আর কেউ অভিযোগ করেননি কেউ।