দুপুরে বোদা উপজেলার আউলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নৌকা ডুবির ঘটনায় ৫০ জন এর বেশি নিখোঁজ রয়েছে বলে জানায় পুলিশ। নৌকার ধারণক্ষমতার বেশি যাত্রী তোলায় এ দুর্ঘটনা ঘটেছে।
জেলা প্রশাসক জহুরুল ইসলাম জানান, ঘটনাস্থলে ১৭ জনের লাশ রয়েছে, বাকিদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম বলেন, হতাহতরা হিন্দু সম্প্রদায়ের মহালয়া অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।