খবরাখবর নিউজঃ নড়াইলে প্রেমিকাকে ফোনে ডেকে নিয়ে বন্ধুদের নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। কালিয়া উপজেলায় নবম শ্রেণির ওই স্কুলছাত্রীর (১৪) বাবা ঘটনার রাতেই বাদী হয়ে মামলা করায় পুলিশ প্রেমিক নিশান শেখসহ তিনজনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নিশান মোবাইল ফোনে বাড়ির পাশের বিলে তাকে ডেকে নিয়ে যায় বলে জানিয়েছে ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী।
জানা গেছে, নবম শ্রেণিতে পড়া ওই স্কুলছাত্রীর সঙ্গে নিশানের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন সন্ধ্যায় বিলে তাকে ডেকে নিয়ে সেখানে নিশানসহ তার বন্ধুরা মিলে ধর্ষণ করে। একপর্যায়ে মেয়েটি অজ্ঞান হয়ে পড়লে অভিযুক্তরা পালিয়ে যায়। ঘণ্টাখানেক পর জ্ঞান ফিরলে ভুক্তভোগী স্কুলছাত্রী বাড়ি ফিরে আসে।
বৃহস্পতিবার রাত ১টা ৪৫ মিনিটের সময় অসুস্থ অবস্থায় তার ভাইয়ের মেয়েকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মশিউর রহমান বাবু বলেন, ‘রাত দেড়টার পর কালিয়া থেকে একটি মেয়ে ধর্ষণের হিস্ট্রি নিয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা আলামত সংগ্রহ করেছি। পরীক্ষা-নিরীক্ষার ফলাফল শেষে চূড়ান্ত মতামত দেওয়া হবে। বিষয়টি আমরা থানাকে অবহিত করেছি’।
কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া জানান, এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা ঘটনার রাতেই বাদী হয়ে পাঁচজনের নামে মামলা দায়ের করেন। এ ছাড়া অজ্ঞাতনামা দুজন আসামি রয়েছে। এর মধ্যে নিশান শেখ, বাপ্পী সিকদার ও নাঈম শেখকে গ্রেফতার করেছে পুলিশ।