১৮ নভেম্বর রাতে ইউনিয়নের উত্তর চাঁদপুরে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নির্বাচনী সভায় তিনি এমন বক্তব্য দেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিও ভাইরাল হওয়া ভিডিওতে দিলু পাটোয়ারী বলেন, ‘নির্বাচন নিয়ে খেলতে আইসেন না; এমন খেলা খেলে দিবানে যে বাড়ি ঘুমাতে পারবেন না। বাড়ি যদি ঘুমাতে চান ২৮ তারিখ ভোট দিতে যাওয়ার চেষ্টা করবেন না। ২৭ তারিখ ব্যাপক ভাঙচুর হবে; ২৮ তারিখের পর ২৯ তারিখও ভাঙচুর হবে। ’
মাদ্রাসার সব শিক্ষার্থীর বিয়ে, পরীক্ষা দেয়নি কেউমাদ্রাসার সব শিক্ষার্থীর বিয়ে, পরীক্ষা দেয়নি কেউ
নেতাকর্মীদের উদ্দেশে দিলু পাটোয়ারী বলেন, ‘আপনারা ভয় পাবেন না। আপনারা কিসের ভয় পান? ওদের কাছে কি আছে? আপনাদের কাছে যা আছে, যদি ওরা দেখে তাহলে ওদের কলিজা শুকিয়ে যাবে। যারা নৌকার বাইরে ভোট দিতে যেতে চায় তাদের নিষেধ করবেন। তারপরও যারা যেতে চায় তাদের তালিকা করবেন।’
এ প্রসঙ্গে সাবেক দিলু পাটোয়ারী সাংবাদিকদের বলেন, ‘বিএনপি নির্বাচন বর্জন করায় বিএনপির নেতাকর্মীদের ভোট দিতে আসতে নিরুৎসাহিত করেছি। কে কি ভিডিও ধারণ করেছে আমি জানি না।’
প্রসঙ্গত, যশোরের বাঘারপাড়ার উপজেলার জহুরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আসাদুজ্জামান মিন্টু।