বিনোদন ডেস্কঃ সরকারি অনুদান পাওয়া ছবি ‘মুখোশ’ এর টাইটেল গানে কণ্ঠ দিবেন সারেগামাপা খ্যাত গায়ক নোবেল। সম্প্রতি গানটিতে করাতে আনুষ্ঠানিক চু্ক্তিবদ্ধ হয়েছেন নোবেল। শিগগিরই রেকর্ড হবে গানটি।
গানটি নিয়ে নোবেল বলেন, ‘দ্য ভিঞ্চির ছবির পর এবার দেশের কোন ছবির প্লেব্যক করছি। গানটির কথা, সুর সবই সুন্দর লেগেছে। কয়েকদিনের মধ্যেই গানটিতে ভয়েস দেবো।’
মুখোশ সিনেমার টাইটেল সং এটি। গানটির কথা লিখেছেন গীতিকার আব্রাহাম তামিম, সুর ও সংগীত পরিচালনা করবেন আহম্মেদ হুমায়ূন।
এদিকে পরিচালক শুভ জানান, জানুয়ারির মাঝামাঝি থেকে শুরু হবে মুখোশ সিনেমার শুটিং। ঢাকার সাভার ও সিলেটের বিভিন্ন স্থানে হবে ছবিটির শুটিং। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ।
সিনেমার নায়িকা হিসাবে পূর্বেই পরিমনি ও নায়ক রোশান চুড়ান্ত হয়ে আছে। রহস্যময় একটি মুখ্য চরিত্রে আছেন মোশারফ করিম। আরও চুড়ান্ত হয়েছেন ইরেশ জাকের, ফারুক আহম্মেদ, রাশেদ মামুন অপু, রাশেদ রাশু ,সেলিম রেজা, অরন্য বিজয় ও রঙ্গিলা সাধু সহ অনেকেই।
সৃজিত মুখার্জী পরিচালিত ভিঞ্চি দা’নামের কলকাতার একটি ছবিতে প্রথম প্লে ব্যাকও করেন তিনি। এবার নোবেল প্লেব্যাক করতে যাচ্ছেন দেশীয় এ ছবির। ২০১৯-২০ অর্থ বছরের সরকারি অনুদান পাওয়া এই ছবিটি।