1. admin@khoborakhobor.com : খবরাখবর :
দুর্ঘটনা কবলিতদের উদ্ধারে আসাদের পিষে দিলো আরেক বাস, নিহত ৪ জন - খবরাখবর
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:৩৩ অপরাহ্ন

দুর্ঘটনা কবলিতদের উদ্ধারে আসাদের পিষে দিলো আরেক বাস, নিহত ৪ জন

  • Update Time : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
দুর্ঘটনা কবলিতদের উদ্ধারে আসাদের পিষে দিলো আরেক বাস, নিহত ৪ জন
দুর্ঘটনা কবলিতদের উদ্ধারে আসাদের পিষে দিলো আরেক বাস, নিহত ৪ জন

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত যাত্রীদের উদ্ধারের করার সময় ঢাকাগামী অন্য একটি যাত্রীবাহী বাস উদ্ধারকারীদের ওপর গাড়ি তুলে দিয়ে পিষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন।মাদারীপুর জেলার শিবচরের ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের হাজী শরিয়তউল্লাহ সেতু সংলগ্ন সড়কে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে গ্রামীণ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হওয়ার পর এ ঘটনা ঘটে।

শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্ঘটনা দুটি ঘটে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে পাঁচ জন। এর মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক্সপ্রেসওয়ের বাঁচামারা এলাকায় মাদারীপুর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো-গ ১৩১৪৫৫) পেছন থেকে গ্রামীণ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এ সময় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই মো. খলিল মাতুব্বর (৫৮) নামের মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া এলাকার এক ব্যক্তি নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করতে থাকেন। এ সময় গোপালগঞ্জ থেকে আসা একটি যাত্রীবাহী বাস উদ্ধারকারী স্থানীয়দের ওপর উঠিয়ে দিলে ঘটনাস্থলেই বাঁচামারা এলাকার মোস্তফা শিকদার (৫৮), রোকেয়া বেগম (৪০) ও ভ্যানচালক মো. লিটু (৪০) নিহত যান।

নিহত মো. খলিল মাতুব্বর মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া এলাকার এরশেদ আলীর ছেলে, মোস্তফা শিকদার শিবচর উপজেলার বাচামারা ফেলু হাজীর কান্দি গ্রামের এলাল উদ্দিন শিকদারের ছেলে, রোকেয়া বেগম ওই এলাকার মৃত নুরুল ইসলাম শিকদারের স্ত্রী ও লিটু শিরীফ শিবচরের মাতবরের এলাকার ওহাব শরীফের ছেলে।

গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকার চালক আশিকুর রহমান ও তার মা শিরিয়া বেগম। এর মধ্যে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ও আশিকুরকে শিবচরের পাচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাইভেটকার চালক আশিকুর বলেন, আমি মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিলাম, পেছন থেকে একটি গাড়ি আমাকে মেরে দেয়। পরে আরেকটি গাড়ি আমাদের গাড়ি ও স্থানীয় লোকজনের ওপর উঠিয়ে দিলে তারা মারা যান।

শিবচর হাইওয়ে পুলিশ জানায়, প্রাইভেটকারের সঙ্গে গ্রামীণ পরিবহনের বাসের দুর্ঘটনাটি প্রথম ঘটে। স্থানীয়রা উদ্ধার করতে এলে তাদের অন্য একটি বাস চাপা দেয়। গ্রামীণ পরিবহনের বাসটি আটক করা হলেও অপর যাত্রীবাহী বাসটি পালিয়ে গেছে।

শিবচর হাইওয়ে পুলিশের ওসি শাখাওয়াত হোসেন জানান, খবর পেয়েই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনায় মোট চার জন নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team