1. admin@khoborakhobor.com : খবরাখবর :
অযোগ্য পাপন, নির্লজ্জ ক্রিকেট বোর্ড: সাবের - খবরাখবর
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১০:১২ অপরাহ্ন

অযোগ্য পাপন, নির্লজ্জ ক্রিকেট বোর্ড: সাবের

  • Update Time : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
নাজমুল হাসান পাপন ও সাবের হোসেন চৌধুরী
নাজমুল হাসান পাপন ও সাবের হোসেন চৌধুরী

বর্তমান বিশ্বকাপে বাংলাদেশ দলের ছন্নছাড়া পারফরম্যান্সে হতাশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। তিনি এক টুইট বার্তায় বিসিবি’র সভাপতি পাপনকে অযোগ্য ও বোডকে নির্লজ্জ বলেছেন।

সাবের হোসেন টুইট বার্তায় লেখেন, ‘বাংলাদেশ পাপন সাহেবের অধীনে চারটি বিশ্বকাপে অংশ নিয়েছে। পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হচ্ছে।’

সাবের তার টুইটের দ্বিতীয় অংশে লিখেছেন, ‘অন্যের ওপর দোষ চাপাতে চাপাতে তিনি আমাদের ক্রিকেটকে মাটিতে মিশিয়ে দিয়েছেন। এটা দুঃখজনক যে আমাদের একটা নির্লজ্জ ক্রিকেট বোর্ড আছে।’


টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এক রাশ হতাশা নিয়ে আজ দেশে ফিরলো জাতীয় ক্রিকেট দল। প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের কাছে হার দিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করে বাংলাদেশ। পরে ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে কোনমতে সুপার টুয়েলভে জায়গা করে নেন মাহমুদউল্লাহরা।

যদিও সুপার টুয়েলভে একটিও ম্যাচে জয়ের মুখ দেখেনি বাংলাদেশে। গ্রুপের পাঁচটি ম্যাচেই হারের স্বাদ পায় টাইগাররা। শেষ ম্যাচে অজিদের বিপক্ষেও পাত্তা পায় নি বাংলাদেশ। একরাশ লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় মুশফিকদের।

এবারের বিশ্বকাপে ৮ ম্যাচে ২ জয় ও ছয় হার নিয়ে টুর্নামেন্টের সবচেয়ে খারাপ পারফরম্যান্স বাংলাদেশের।

সাবের হোসেন চৌধুরী বিসিবির বোর্ড প্রধান ছিলেন ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত। তার সময়েই টেস্ট মর্যাদা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু, ক্রিকেটের নানা ইস্যুতে বোর্ডের বর্তমান প্রশাসনের সাথে তিক্ততায় জড়িয়েছিলেন তিনি

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team