শুক্রবার সকালে পাচভুলট দাখিল মাদ্রাসার বল ফিল্ডে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- অগ্রভুলট এলাকার আশরাফুল (২৮), ফজের আলী (৪৪) ও রবিউল (৪৫)।
তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস প্রতীক) তবিবর রহমানের কর্মী।
আহতরা জানান, বৃহস্পতিবার রাতে নৌকার প্রার্থী আব্দুর রশিদের কর্মীরা তাদের অফিস ভাংচুর করে। সকালে তারা ঘটনাস্থলে যান। এ সময় নৌকার কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় তারা ৮-১০টি বোমার বিস্ফোরণ ঘটায় এবং তাদের ওপর গুলি চালায়।
যশোর ডিবি পুলিশের ওসি রূপন রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।