1. admin@khoborakhobor.com : খবরাখবর :
নিজের শর্টগানে প্রাণ হারাল আনসার সদস্য - খবরাখবর
শুক্রবার, ১৭ মার্চ ২০২৩, ০৬:৫০ পূর্বাহ্ন

নিজের শর্টগানে প্রাণ হারাল আনসার সদস্য

  • Update Time : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
মনিরামপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার
মনিরামপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজের শর্টগানের মিস ফায়ারে প্রাণ হারিয়েছে বেলাল উদ্দিন(২৪) আনসার সদস্য। কক্সবাজারের রামুতে নিহত বেলাল উদ্দিন কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের নতুনপাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। সে রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্ব শেষ করে নিজের শটগান থেকে গুলি আনলোড করার সময় ‘মিস ফায়ারে’ হয়। এতে বেলালের মৃত্যু হয়।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা সত্যতা নিশ্চিত করে জানিয়েন, প্রাথমিকভাবে বিষয়টি মিস ফায়ার বলে ধারণা করা হচ্ছে। তদন্তে সাপেক্ষে বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা আনসার বিডিপির বরাত দিয়ে প্রনয় চাকমা আরও জানান, ওইদিন ভোট গ্রহণ ও গণনা শেষে রামু উপজেলা কমপ্লেক্সে ফেরার পর নিজেদের শটগান থেকে গুলি আনলোড করছিল বেলালসহ কয়েকজন সদস্য। সেখানে ‘ভুলবশত’ গুলি বের হয়ে বেলালের মাথায় লাগে।

গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে আসলেই তার শটগান থেকে গুলিটা বেরিয়েছে নাকি অন্য কারও শটগান থেকে বেরিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team