দমকল বিভাগের কমিশনার ড্যানিয়েল নিগরো জানান, ১৯তলা ভবনটির প্রত্যেক তলাতেই হতাহত পেয়েছেন তারা। এই অগ্নিকাণ্ডে নজিরবিহীন ধোঁয়া দেখার কথা জানান তিনি। নিগরো জানান, নিউ ইয়র্কে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ আগুনের ঘটনা এটি।
সম্প্রতি ফিলাডেলফিয়ায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে আট শিশুসহ ১২ জনের মৃত্যু হয়। আর এর কয়েক দিনের মাথায় নিউ ইয়র্কে অগ্নিকাণ্ড হলো।
কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার ব্রুনক্স অ্যাপার্টমেন্ট ব্লকের দ্বিতীয় বা তৃতীয় তলায় স্থানীয় সময় ১১টার দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে প্রায় দুইশ’ কর্মী। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
দমকল বিভাগের কমিশনার ড্যানিয়েল নিগরো জানান, দুইটি ফ্লোরে আগুন লেগেছে। কিন্তু ধোঁয়া সব ফ্লোরে ছড়িয়েছে। তিনি জানান, যে অ্যাপার্টমেন্টে আগুন লাগে তার দরজা খোলা ছিল। ফলে সব ফ্লোরেই ধোঁয়া ছড়িয়েছে।
কাছে বসবাস করা জর্জ কিং জানান, আগুন ছড়িয়ে পড়ার পর অনেকেই জানালায় হাত নেড়ে নিজেদের অবস্থান জানায়। তিনি বলেন, ‘আমি ধোঁয়া দেখেছি, বহু মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। কেউই ভবন থেকে লাফিয়ে পড়তে চায়নি।’
মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, মোট ৬৩ জন আহত হয়। এর মধ্যে ৩২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর।
সূত্র: বিবিসি