তবে শনিবার ঘোষিত ১৮ সদস্যের দলে সাকিবের নাম রয়েছে। নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি প্রথম টেস্ট শুরু হবে বে ওভালের টাওরাঙ্গাতে। আর দ্বিতীয় টেস্ট ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে।
পাকিস্তানের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের দল থেকে বাদ দেওয়া হয়েছে নাঈম হাসান, রেজাউর রহমান রাজা ও সাইফ হাসানকে। সাইফ যদিও ভুগছন জ্বরে। এদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম।
ঘোষিত বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, সায়েদ খালেদ আহমেদ, মাহমুদুল হাসান জয় ও নাঈম শেখ।