সিসিটিভি ফুটেজে দেখা যায় পরীমনি ঢাকা বোর্ড ক্লাবের একটি টেবিলে বসে ড্রিংস করছিলেন, সাথে ছিল অমিও জিমি। সেখানে তারা হই হুল্লোড় করতে থাকে। তখন তাদের শান্ত করার জন্যই ব্যবসায়ীর নাসির সেখানে যান তিনি তাকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু কোন ভাবেই পরীমনিকে শান্ত করতে পারে না।
উল্টো নাসির মাহমুদ এর সাথে অনেক দুর্ব্যবহার করেন পরীমনি, কথা কাটাকাটির একপর্যায়ে ব্যবসায়ী নাসির বলেন হোয়াট ইজ দিস, প্লিজ স্টপ ইট, ডোন্ট ডু দিস, ইটস ঠু মাচ।
জবাবে পরীমনি বলে- অ্যাই যা যা !বেরিয়ে যা!
ইউটিউবে ওই খুদে ভিডিওটি ভাইরাল হওয়ার পরে পরিমনির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে, সাংবাদিকদের সাথে তিনি এ বিষয়ে কোনো কথা বলতে চাননি।
ভিডিও লিংক- https://www.youtube.com/watch?v=vygDJOTROSM