খবরাখবর ডেস্কঃ যশোরের অভয়নগরে ট্রেনের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। আজ শুক্রবার বিকেলে উপজেলার নওয়াপাড়া ভাঙ্গাগেট রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
হতাহতরা সকলেই প্রাইভেটকারের যাত্রী। নিহতদের মধ্যে দু’জন পুরুষ, একজন শিশু ও একজন নারী। নিহতদের সকলের বাড়ী নড়াইল জেলায়। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত নাম পরিচয় জানা যায়নি।
উদ্ধারকারী নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে সূত্রে জানা যায়, ভৈরব ব্রীজ থেকে একটি প্রাইভেটকার যশোর-খুলনা মহসড়কের দিকে যাওয়ার সময় ভাঙ্গাগেট নামক রেল ক্রসিং-এর ওখানে পৌঁছালে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের সাথে সংঘর্ষ হয়। ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারটি (গাড়ী নম্বর: ঢাকা মেট্রো গ- ৪৩-০৩২৪) দুমড়ে-মুচড়ে যায়। এসময ঘটনাস্থলে নিহত হয় দু’জন।
আহত অপর তিনজনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর এক শিশু মারা যায়। আহতদের অবস্থার অবনতি ঘটলে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে আরো একজনের মৃত্যু হয়।
এদিকে দূর্ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস এসে গাড়িটি সরানোর প্রায় ঘন্টা খানেক পর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।