1. admin@khoborakhobor.com : খবরাখবর :
নওগাঁ- ৬ আসনে উপনির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপির হরতালের ডাক - খবরাখবর
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৯:১২ পূর্বাহ্ন

নওগাঁ- ৬ আসনে উপনির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপির হরতালের ডাক

  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
বিএনপি
বিএনপি

খবরাখবর ডেস্কঃ নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের উপনির্বাচনকে প্রত্যাখ্যান করে এ আসনে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বিএনপি। নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ মাস্টার রানীনগর-আত্রাই উপজেলায় আগামীকাল (রোববার) অর্ধদিবস এই হরতালের ডাক দিয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে জেলা বিএনপির উদ্যোগে নওগাঁ শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিএনপির দলীয় কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ভিপি রানা, বিএনপি নেতা নাছির উদ্দিন ও আব্দুস শুকুর, ভিপি খোকন,
জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আহম্মেদ, ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন, সাধারণ সম্পাদক মামুনুর বিন দোহা ও প্রচার সম্পাদক ফরহাদ হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team