দিনাজপুরের হিলি বন্দর দিয়ে চলতি মাসের ১৪ মার্চ প্রথম ভারত থেকে সরিষা আমদানি শুরু হয়। দেশের তেলের চাহিদা মেটাতে এবং তেলের দাম নিয়ন্ত্রনে রাখতে মিল মালিকরা এই সরিষা আমদানি শুরু করছে। গাইবান্ধার মামা ভাগনা অয়েল মিল ও জামাই ভ্যারাইটি স্টোর এসব সরিষা আমদানি করছে।
প্রতিটন সরিষার আমদানি মুল্য পড়ছে এক হাজার ৫০ মার্কিন ডলার থেকে শুরু করে এক হাজার ৮০ মার্কিন ডলার। হিলি বন্দর দিয়ে এখন পর্যন্ত ৫৮৭ টন সরিষা দেশে আমদানি হয়েছে।
আমদানিকৃত এসব সরিষা একশ’ টাকার উপরে দেশের বাজারে বিক্রি হচ্ছে। দেশে সয়াবিন তেলের ঊর্ধ্বমুখী থাকার কারণে সরিষার তেলের চাহিদা বেড়েছে। কিন্তু পর্যাপ্ত উৎপাদন না হওয়ায় ও দাম বেশি থাকায় চাহিদা মেটাতে আমদানিকারকরা এই সরিষা আমদানি করছেন। যতদিন পর্যন্ত দেশের বাজারে এই সরিষার চাহিদা থাকবে ততদিন পর্যন্ত সরিষা আমদানি অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন আমদানিকারকরা।