পাম অয়েল রপ্তানিকারক দেশদের মধ্যে শীর্ষ দেশ ইন্দোনেশিয়া। দীর্ঘ সময় ধরে ইন্দোনেশিয়া পাম অয়েল রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার কারণে সারা পৃথিবীতে দাম বাড়তে শুরু করে ভোজ্যতেলের। হঠাৎ এখন ইন্দোনেশিয়া রপ্তানী বন্ধের সির্দ্ধান্ত তুলে নেয়ায় বাংলাদেশের বাজারে কমতে শুরু করেছে ভোজ্যতেলের দাম।
সরকারের বেঁধে দেয়া দরের চেয়ে প্রতি কেজিতে অন্তত ৩০ টাকা কম দাম এখন পাম অয়েলের। ইন্দোনেশিয়া থেকে পাম অয়েল আমদানি শুরু হলে তেলের দাম আরো কম হবে দেশের বাজারে বলে ধারণা করা হচ্ছে।