খবরাখবর ডেস্কঃ দেশের সব থানায় একযোগে ‘আনন্দ আয়োজন’ করেছে বাংলাদেশ পুলিশ। আগামী ৭ মার্চ বিকাল ৩টায় এই আনন্দ আয়োজন করা হয়েছে।বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে যাওয়ার জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পাওয়ায় এ আনন্দ আয়োজন।
শুক্রবার (৫ মার্চ) সকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এই আয়োজনের কথা জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
সুপারিশ প্রাপ্তি জাতির জন্য এক মাহেন্দ্রক্ষণ ও দুর্দান্ত অর্জন উল্লেখ করে আইজিপি বেনজীর আহমেদ জানান, বাংলাদেশের এই ঐতিহাসিক অর্জনকে দেশবাসীর সাথে সম্মিলিতভাবে উদযাপন করবে পুলিশ।
স্বাস্থ্যবিধি মেনে দেশব্যাপী সকল শ্রেণিপেশার মানুষকে সাথে নিয়ে আগামী ৭ মার্চ বিকাল ৩টায় বাংলাদেশ পুলিশের সব থানায় একযোগে এই আনন্দ আয়োজন সফল করতে সকলের প্রতি তিনি আহ্বান জানান।
স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং জাতির পিতার জন্মশতবার্ষিকীতে বাংলাদেশের এ অর্জন এক ঐতিহাসিক মাইলফলক বলেও উল্লখ করেন বেনজীর আহমেদ।
প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশ হিসেবে চূড়ান্ত সুপারিশের ঘোষণা দেয় জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (ইউএন সিডিপি)।