1. admin@khoborakhobor.com : খবরাখবর :
দেনার দায়ে ডুবে থাকা RSRM এর এমডি মাকসুদুর গ্রেপ্তার - খবরাখবর
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৭:৪৭ পূর্বাহ্ন

দেনার দায়ে ডুবে থাকা RSRM এর এমডি মাকসুদুর গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
দেনার দায়ে ডুবে থাকা RSRM এর এমডি মাকসুদুর গ্রেপ্তার-khoborakhobor
দেনার দায়ে ডুবে থাকা RSRM এর এমডি মাকসুদুর গ্রেপ্তার

দেনার দায়ে ডুবে থাকা RSRM এর এমডি মাকসুদুর গ্রেপ্তার। বিপুল অংকের দেনার দায়ে বন্ধ হয়ে গেছে RSRM (রতনপুর স্টিল রি-রোলিং মিল)। এবার র‌্যার গ্রেপ্তার করল RSRM এর ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমানকে।

বুধবার রাতে গুলশান থেকে র‌্যাব গ্রেপ্তার করে তাকে। এই সময় তিনি সাদা পাঞ্জাবী পরে ছিলেন এবং পাঞ্জাবী দিয়ে মিডিয়া থেকে মুখ লুকানোর চেষ্টা করছিলেন। গুলশানের ২ নম্বর সেকশন এর ১২২ নম্বর সড়কের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে র‌্যাব রাত ১১ টার সময় তাকে গ্রেপ্তার করে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, “রতনপুর গ্রুপের এমডি মাকসুদুর রহমান দেশের অন্যতম শীর্ষ ঋণখেলাপি। ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় চট্টগ্রামের আদালত তার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এর একটিতে তাকে গ্রেপ্তার করা হল।

১৯৮৪ সালে চট্রগ্রামে প্রতিষ্ঠত হয় এই কোম্পানী। পরে দেশের নামী কোম্পানী হয়ে যায় RSRM । ৪০ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়ায় ২০২১ সালে বিদ্যুৎ বিল বিচ্ছিন্ন করে দেয় পিডিপি ফলে বন্ধ হয়ে যায় কারখানা।

ব্যবসা করার জন্য ঋণ নিয়ে তা শোধ না করায় RSRM কাছে দশটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পাওনা দাঁড়িয়েছে ২২০০ কোটি টাকা। ওই পাওনা আদায়ে কোম্পানি এবং এর কর্ণধারদের বিরুদ্ধে অন্তত ২০টি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team