খবরাখবর ডেস্কঃ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) একটি প্রকল্পের আটটি পদে এক লক্ষাধীক হতে দুই লক্ষাধীক টাকা বেতনে চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে।
বাংলাদেশে সব্বোর্চ বেতনের এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পিকেএসএফ এর নতুন প্রকল্প রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমিশন(আরএমটিপি) এ আটটি পদে আটজন বিশেষভাবে অভিজ্ঞ লোক নিয়োগ করা হবে। এসব পদে বেতন এক লাখ বিশ হাজার থেকে শুরূ করে দুই লাখ নয় হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।এই আবেদন করা যাবে ২৩ জানুয়ারী পর্যন্ত। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গোলাম তৌহিদ স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে পিকেএসএফ এর ওয়েবসাইটে www.pksf-bd.org টর এ উল্লেখিত বিষয় ভালভাবে পড়ে অনলাইনে আবেদন করতে হবে।