খবরাখবর ডেস্কঃ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুই মাথাওয়ালা জোড়া লাগা শিশুর জন্ম হয়েছে। দুইটি মাথা থাকলেও একটি পেট নিয়ে জন্ম নিয়েছে শিশুরা।
বাচ্চা দুটির মধ্যে একটি মেয়ে ও একটি ছেলে। সোমবার হাসপাতালের গাইনি ইউনিট-২ এ সিজারিয়ানের মাধ্যমে এদের জন্ম হয়।
জোড়া সন্তান জন্ম দেওয়া মায়ের নাম আঙ্গুরি বেগম (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিদিরপুর গ্রামের রুবেল হোসেনের স্ত্রী। রুবেল একজন রুটির দোকানি।
আঙ্গুরি বেগমের স্বজনরা জানান, সন্তানসম্ভবা আঙ্গুরি বেগমকে রোববার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের একটি ক্লিনিকে নেওয়া হয়। তখন আল্ট্রাসনোগ্রামে বিষয়টি ধরা পড়লে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাতে তাকে রাজশাহী মেডিকেলে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ভোরে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে এ দুই শিশুর জন্ম হয়। দুইজনের আলাদা মাথা রয়েছে তবে দুজনের পেট একসঙ্গে জোড়া লাগানো। এদের একজন ছেলে একজন মেয়ে।
তবে শিশু দুটির পায়ুপথ নেই বলে জানান দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক নার্গিস শামীমা স্বপ্না।
হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, আলাদা মাথা কিন্তু পেট একসঙ্গে জোড়া লাগানো এমন জমজ শিশুর জন্ম হয়েছে। আলাদা গোপনাঙ্গ থাকলেও কারোই পায়ুপথ নেই। তাদের সার্জারি করা প্রয়োজন। পরিবারের সঙ্গে কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও যেতে পরামর্শ দেবে।