বুধবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেয়া হয়। একই সঙ্গে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
এতে বলা হয়, ১৬ অক্টোবর ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়। ছবিতে মনিরুল ইসলাম ও আসিফ আহমেদের হাতে অস্ত্র দেখা যায়। যার ফলে তাদের বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলাকালে তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
তদন্ত কমিটিতে যবিপ্রবির মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মেহেদী হাসানকে আহ্বায়ক করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ উদ্দিন, প্রক্টর ড. হাসান আল ইমরানকে সদস্য করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে রেজিস্ট্রারের নিকট প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।