দ্বিতীয় ধাপে বৃহস্পতিবারের (১১ নভেম্বর) নির্বাচনে তিনি ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হন।
সংরক্ষিত এ সদস্য পদে চার নারী প্রার্থী তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। শাহিদা মাইক প্রতীকে দুই হাজার ৭৪০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাইলা বেগম পেয়েছেন এক হাজার ৭১৪ ভোট।
ডুমুরিয়ার ৬নং বেতাগ্রাম সদর ওয়ার্ডের বাসিন্দা শাহিদা বিবি বলেন, ‘স্বামী-সন্তান-পরিবার নেই, জনগণই আমার সব। তাদের জন্য কিছু করতে চাই। মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে, তার প্রতিদান দিতে চাই। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’
তিনি বলেন, ‘মানুষের ভালোবাসা প্রার্থী হতে অনুপ্রাণিত করেছিল। বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা করবো। আর সবসময়ই গরিব, দুঃখী ও বঞ্চিতদের পাশে থাকবো। ভবিষ্যতে চেয়ারম্যান পদেও নির্বাচন করতে চাই।’ সে ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে প্রার্থিতা ঘোষণার প্রত্যাশা করেন তিনি।
শাহিদা বলেন, ‘সমাজে আমরা অবহেলিত। জনগণ আমাকে নির্বাচিত করে স্থান দিয়েছে। এ ওয়ার্ডের ভোটার মুক্তা মণিসহ বিভিন্ন এলাকা থেকে সাত-আটজন তৃতীয় লিঙ্গের মানুষ এসে আমাকে বিজয়ী করতে কষ্ট করেছে।’
মুক্তা মণি জানান, শাহিদা জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ায় তিনি আনন্দিত। এর আগে সাতক্ষীরায় তৃতীয় লিঙ্গের একজন ইউপি সদস্য নির্বাচিত হন। আর খুলনায় এবার হয়েছেন শাহিদা বিবি।