খবরাখবর নিউজঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আলোচিত মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকিকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা রেকর্ড করেছে কোটচাঁদপুর থানা। আদালতের নির্দেশে আলোচিত দেশের প্রথম তৃতীয় লিঙ্গের (হিজড়া) এই জনপ্রতিনিধির নামে মামলা করা হয়। মামলা করেছেন বর্ষা মীর নামে আর এক তৃতীয় লিঙ্গের হিজড়া।
প্রায় পাঁচ মাস আগে মারা যাওয়া লাভলি ওরফে আক্তারুল (৩৫) নামে তৃতীয় লিঙ্গের একজন মারা যাওয়া ঘটনায় হত্যার অভিযোগ তোলেন ঝিনাইদহের সদর থানার চাকলা এলাকার হিজড়া বর্ষা মীর। গত ১১ নভেম্বর ঝিনাইদহের জুডিসিয়াল আমলী আদালতে লাভলি ওরফে আক্তারুলকে ‘অপহরণের পর হত্যা করা হয়েছে’ মর্মে অভিযোগ করা হয়। আদালত অভিযোগটি আমলে নিয়ে কোটচাঁদপুর থানাকে মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন। কোটচাঁদপুর থানা ১৭ নভেম্বর সন্ধ্যায় ৩৬৪, ৩০২ ও ৩৪ মামলাটি নথিভুক্ত করে। যার মামলা নম্বর ৫।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমরান আলম বলেন, ‘সবে মাত্র মামলা রেকর্ড হয়েছে। দুই-একদিনের মধ্যে কবর থেকে লাশ তোলার জন্য আদালতে আবেদন করবো। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য কোটচাঁদপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি দেশে তৃতীয় লিঙ্গের প্রথম নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে পরিচিত।