জম্মুর খরমল এলাকার এই ঘটনা নিয়ে জম্মু ও কাশ্মিরের রিয়াসির ডেপুটি কমিশনার বাবিলা রকওয়াল বলেন, তীব্র গরমে বাসের পেট্রোল ট্যাংকে বিস্ফোরণ ঘটে। ইঞ্জিন থেকেই পুরো বাসে আগুন ধরে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফরেনসিক দলের সদস্যরা। দমকল কর্মীদের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ দুর্ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে প্রশাসন।
জম্মু জোনের পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মুকেশ সিং বলেন, প্রাথমিক তদন্তে কোনও বিস্ফোরক ব্যবহার করার ইঙ্গিত নেই। আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জম্মু-কাশ্মিরের লেফটেন্যান্ট মোনজ সিনহা।