বেশকিছু দিন ধরে বিভিন্ন কারণে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। কখনও বিরোধী দলের নেতাকর্মী নিয়ে আবার কখনও বা চলচ্চিত্র জগতের লোকদের নিয়ে বিরূপ মন্তব্য করছেন। তারেক জিয়ার মেয়ে জাইমাকে নিয়ে মন্তব্য করে আলোচিত হয়। পরে বিএনপি মহাসচিব মুরাদের পদত্যাগ ও প্রধানমন্ত্রীকে তার বিষয়ে খোলসা করতে বলেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে মুরাদ হাসানের অশ্লীল ভাষা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ। যেখানে কথা বলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। অপর প্রান্তে ছিলেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহি।
ফাঁস হওয়া ওই কথোপকথনে তথ্য প্রতিমন্ত্রী মাহিকে ধর্ষণের হুমকি দেওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলাবাহিনীর সহায়তায় তুলে আনার হুমকি দেন। পুরো বক্তব্যে ‘অশ্রাব্য’ কিছু শব্দ উচ্চারিত হয়েছে। বিষয়টি এখন ‘টক অব দ্য কান্ট্রি’। এ নিয়ে তথ্য প্রতিমন্ত্রী কিংবা মাহিয়া মাহির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনও বক্তব্য পাওয়া যায়নি।
তবে ওবায়দুল কাদের বলেছিলেন প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এর পরেই প্রধানমন্ত্রীর এ নির্দেশ।