মোটরসাইকেল নিষিদ্ধ করার জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর ইতোমধ্যে একটি প্রস্তাব পাঠিয়েছে। আজ বুধবার সড়ক ও জনপথ অধিদপ্তরের সদর দপ্তরে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের শেষে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন বলেন, সার্ভিস লেনে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে এ কে এম মনির হোসেন বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পর এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিষিদ্ধ করার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
আগের সির্দ্ধান্ত অনুযায়ী ২৭ জুন সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।